সূচকের উত্থানে সপ্তাহ শেষ, একদিন পর আবারো ৫ হাজারের ঘরে সূচক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। একটানা ঊত্থানেই লেনদেন চলে । একদিন পর আবারো ৫ হাজারের ঘরে ডিএসইর প্রধান সূচক অবস্থান করছে। দিনশেষে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে আজ। বেড়েছে মোট লেনদেনের পরিমানও। ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৪২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ১৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২ টির দর কমেছে ৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৫কোটি ৪০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৭৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৯৫ টির দর বাড়ে ১৩৫ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৩ টির দর।

 

আজকের বাজার/মিথিলা