আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান পতনে লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারো। দিনের শুরুটা উর্ধমূখী হলেও এখন নিম্নমূখী প্রবনতায় চলছে লেনদেন। দেড় ঘন্টায় ঢাকা এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে ২০৪ কোটি টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ বেলা ১২ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৩০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৭ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬২ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৪৩ টির, বেড়েছে ১৩৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় মোট লেনদেন ছাড়িয়েছে ৫ কোটি টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে। লেনদেন হওয়া ১৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৭১ টির, দর বেড়েছে ৬৫ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ১৬৬টির দর।
আজকের বাজার/মিথিলা