ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫১৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।