সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন চলছে

সোমবার ২২জানুয়ারি মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৮৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৫ কোটি  ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজকের বাজার:এসএস/২২জানুয়ারি ২০১৮