ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২রা আগষ্ট বুধবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬০০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।
বাজার বিশ্লেষনে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ের মধ্যে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
আজকের বাজার: এলকে/এলকে ২রা আগষ্ট ২০১৭