সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৮ জানুয়ারি দেশের উভয় পুঁজিবাজারে  নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। যা বেলা সাড়ে ১১টায়ও অব্যাহত রয়েছে। এ সময় পর্যন্ত সব সূচকব কমেছে। সেই  সঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে ধীর গতিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৩৬ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির দর। একঘণ্টায় ডিএসইতে ১১০ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৩ কোটি টাকা কম হয়েছে।

অপরদিকে, সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৩২০ পয়েন্টে। একঘণ্টায় সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/৮জানুয়ারি ২০১৮