সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দর কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের।
বেলা ১১ টা ২০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ১১৭ কোটি ২৬ লাখ টাকার কিছুটা বেশি। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪০৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১০৫ টির, বেড়েছে ১৪৮ টির, আর অপরিবর্তিত রয়েছে ৬২ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৯৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১০৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৪৯ টির,দর বাড়ে ৪৯ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৯ টির দর।
আজকের বাজার/মিথিলা