সূচকের পতনে লেনদেন চলছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের পতনে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে। আর ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ১১০ কোটি ১৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৪২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮ টির দর কমেছে ২৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪৩ কোটি ১৯ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১০০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৮১ টির দর বাড়ে ৭৪ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২১ টির দর।

 

আজকের বাজার/মিথিলা