সূচকের পতনে লেনদেন শেষ পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও বাজেট পরবর্তী প্রথম দিনের লেনদেনে দিনের বেশিরভাগ সময় নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলে উভয় পুঁজিবাজারে। দিনশেষে নিম্নমূখী প্রবনতায় শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।লেনদেন কমার পাশাপাশি দর হারিয়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানও।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ মোট লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ৩১ লাখ টাকার কিছুটা বেশি। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৪৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪৩০ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২০১ টির, বেড়েছে ৯৮ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ২৯ কোটি ২৫ লাখ ৮৭ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬২৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৭০ টির,দর বাড়ে মাত্র ৭৩টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৫ টির দর।

আজকের বাজার/মিথিলা