সপ্তাহের প্রথম দিন রোববার ব্যাংক হলিডের কারণে পুঁজিবাজার বন্ধ থাকার পর আজ সোমবার চালু হয়েছে লেনদেন। লেনদেন শুরুর দিনই মূল্য সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। পাশাপাশি পূর্বের কার্যদিবসের চেয়ে কমেছে লেনরদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কমেছে সূচক ও লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসইতে ৭৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৬৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৮০১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯১৫ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৭২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।
আরএম/