সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। তবে আজ দিনের শুরুটা উর্ধমূখী প্রবনতা নিয়ে হয়েছিল কিন্তু লেনদেনের এক ঘন্টা পর থেকে সূচকের পতন দেখা যায়। সেই ধারাবাহিকতায় আজ লেনদেন শেষ হয়েছে।গত দিনের চেয়ে কমে গেছে মোট লেনদেনের পরিমানও।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ২০ লাখ টাকার কিছুটা বেশি। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৮৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২২১ টির, বেড়েছে ৮৮ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১১ কোটি ৩১ লাখ ৪১ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৯৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৮ টির,দর বাড়ে ৬২ টির আর অপরিব-র্তিত অবস্থায় থাকে৩১ টির দর।

 

আজকের বাজার/মিথিলা