সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিনই সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলে।দিনশেষে পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে। আর ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ৪১৫ কোটি ৩৩ লাখ টাকা।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৪৮ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির দর কমেছে ২৩৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪৮৭ কোটি ৫৩ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৩৩ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৬২ টির দর বাড়ে ৭৮ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৫ টির দর।

 

আজকের বাজার/মিথিলা