সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৭জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
রোববার ডিএসইতে মোট ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩৩ কোটি ৭৬ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১৮ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/৭জানুয়ারি ২০১৮