সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। যা আগের দিন থেকে প্রায় ৬১ কোটি ৫১ লাখ টাকা বেশি। গতকাল রোববার ডিএসইতে ২৩৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর কমেছে ২৭৩টির, বেড়েছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩রটি কোম্পানির দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭০৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৭ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৭ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।
আরএম/