সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার দেশের দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৭২৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯ পয়েন্টে।
অন্যদিকে আজ সিএসইতে ৪৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩১৬ পয়েন্টে।
এছাড়া সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।