সূচকের পতনে লেনদেন

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন  চলছে ।  সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৪ ডিসেম্বর শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছিল। এদিন দুপুর ১২টায় দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ চিত্র দেখা গেছে।

দুপুর ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৭৩ পয়েন্টে।

দেড় ঘণ্টায় ডিএসইতে ১৩৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর।

এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০৭১ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত সিএসইতে ১৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। দেড় ঘণ্টায় সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

আজকের বাজার:এসএস/২৪ডিসেম্বর ২০১৭