সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৫ মে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে পজিটিভ ধারায় লেনদেন শুরু হয়ে এক ঘণ্টা পর ৬ পয়েন্টের কিছু বেশি বেড়ে ডিএসই এক্স সূচকটি দাঁড়িয়েছে ৫৪১৯ পয়েন্টে। এই সময়ে লেনদেন হওয়া ২৪৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ৬৯ টির ও অপরিবর্তিত রয়েছে ৬২ টি প্রতিষ্ঠানের দর। লেনদেন হয়েছে মোট ১২১ কোটি টাকার একটু বেশি। গতকাল বুধবার ডিএসই এক্স সূচক ছিল ৫৪১২ পয়েন্টে।
একইভাবে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জ সিএসইতে পজিটিভ ধারায় লেনদেন শুরু হয়ে এক ঘণ্টা পর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৭৭ পয়েন্টে। এই সময়ে লেনদেন হওয়া ১১৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ৩৬ টির ও অপরিবর্তিত রয়েছে ১৯ প্রতিষ্ঠানের দর। আর এই সময়ের মধ্যে লেনদেন হওয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি টাকার একটু বেশি।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজকের বাজার: আরআর/ ২৫ মে ২০১৭