সূচকের ব্যাপক উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৫৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক  হাজার ২৮৫  পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৯ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৪৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।