মূল্য সূচকের ব্যাপক পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। আজ ১৩ জানুয়ারি সোমবার, ৮৮ পয়েন্ট কমেছে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২৪৫ পয়েন্ট। ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১২৩ পয়েন্টে; যা গত ৪ বছর ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫ সালের ৭ জুন এই সূচকের অবস্থান ছিল ৪ হাজার ১২২ পয়েন্ট।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ২৮৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৫ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৬০ কোটি ৮২ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৫৬৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।