সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। যা গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান।
এর আগে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ডিএসইতে সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৩২২ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪২৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ৬১ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৩৬১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৬৫ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৮৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।
আরএম/