সূচকের মিশ্রাবস্তায় চলছে লেনদেন

দীর্ঘ ৯ দিনের বন্ধের পর আজ সূচকের উত্থানে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয় । বেলা বাগার সাথে সাতে সূচকের কিছুটা মিশ্রাবস্থা দেখা যায়। লেনদেনের দুই ঘন্টায় মোট লেনদেন ছাড়িয়েছে ১৪৫ কোটি ৩৪ লাখ টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ বেলা সাড়ে ১২ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৭৬ টির, বেড়েছে ১১১টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় মোট লেনদেন ছাড়িয়েছে ৫ কোটি টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ৫২পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৪৮ পয়েন্টে। লেনদেন হওয়া ১৭৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৬২ টির, দর বেড়েছে ৮২ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ২৯টির দর।

 

আজকের বাজার/মিথিলা