সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সারাদিনই ইত্থান পতনে লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যায়। দিনশেষে সূচকে মিশ্র প্রবনতা লক্ষ্য করা গেলেও মোট কমে গেছে মোট লেনদেনের পরিমান।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমান ছাড়িয়েছে ৩২৮ কোটি ৬৩ লাখ টাকা। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৩৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৩১ টির, বেড়েছে ১৭৩ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১৫ কোটি ১১লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২২ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৫৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৯৮টির,দর বাড়ে মাত্র ১২২টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৭টির দর।
আজকের বাজার/মিথিলা