সপ্তাহের চতুর্থ কার্যদিবস ১৩ডিসেম্বর,বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। লেনদেনেও রয়েছে ধীরগতি । বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৮৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সে সময় ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৮ পয়েন্টে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৪৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
আজকের বাজার:এসএস/১৩ডিসেম্বর ২০১৭