বুধবার ১৭জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইেত ১৩৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১২৮ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৩৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
আজকের বাজার:এসএস/১৭জানুয়ারি২০১৮