সোমবার ৫ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৪৪০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭৫ কোটি ৫১ লাখ টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৯০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/৫ফেব্রুয়ারি ২০১৮