ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৯ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৯৫ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪১ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।