বছরের প্রথম কার্যদিবস সোমবার ১জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে প্রায় ৪০ শতাংশ লেনদেন কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
সোমবার ডিএসইতে মোট ৩৭৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২৫৩ কোটি ৭৩ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১১০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৮