সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার,৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ওঠা নামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স নিম্নমুখী হলেও লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সেঞ্জেও (সিএসই) একই প্রবণতা লক্ষ্য করা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে দিনের শুরু থেকে সূচক বাড়লেও আধা ঘন্টা পর তা নিম্নমুখী হতে থাকে সূচক। এরপর সাড়ে ১১টার দিকে আবারও সূচক বাড়তে দেখা গেলেও ২০ মিনিট পর তা ফের কমতে থাকে।
অবশেষে দিনের শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ও ডিএস৩০ সূচক কমলেও বেড়েছে শরীয়াহ সূচক। অর্থাৎ মিশ্র প্রবণতার মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহের প্রথম কার্যদিবস।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৭৩৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ২১ কোটি ১০ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার ডিএসইতে ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) আজ ৫০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।
আজকের বাজার:এলকে/এলকে/৭ মে,২০১৭