সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের মিশ্র প্রবনতায় লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। লেনদেনের এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৪ কোটি টাকা ৯৯ লাখ টাকা।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২২৯ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির দর কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৬ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৭ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৩৫ টির দর বাড়ে ৭৬ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৪ টির দর।
আজকের বাজার/মিথিলা