সূচকের সঙ্গে কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৯.৪৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৩৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৮৫০ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা বা ৯.৪৭ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে  দশমিক ৮৫.৪৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ১৫ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই  দশমিক ৪২ শতাংশ কমেছে।

আর সিএসইতে হাত বদল হওয়া ২৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, শেয়ার দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।