সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬৩ পয়েন্টে।

দিনভের লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির, দর কমেছে ১৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২২ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার। যা আগের দিন থেকে ৫৭১ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০ পয়েন্টে।

সিএসইতে ২৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১০১টির আর ৯০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।