সূচকের সামান্য উত্থান, লেনদেনের পতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৭পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩২পয়েন্টে।

আজ ডিএসইতে ৫১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮ কোটি ৩৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৪৪ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, দর কমেছে ১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩৯টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৬৭ পয়েন্টে।

সিএসইতে আজ ১০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ১৩টির আর ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।