সপ্তাহের চতৃথ কার্যদিবস বুধবার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।দও হারিয়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠান। লেনদেনের আড়াই ঘন্টা পর ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২১০ কোটি ৫৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৪২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৪১ টির দর কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৮৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২০৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১২১ টির দর বাড়ে ৫১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩১ টির দর।
আজকের বাজার/মিথিলা