সূচকের মিশ্রাবস্থা কমেছে লেনেদেনের পরিমান 

ঊর্ধমূখী প্রবনতা নিয়েই আজ লেনদেন শুরু হয়েছিল দেশের দুই পুঁজিবাজারে। সারাদিন সেই ধারাবাহিকতা বজায় থাকতে দেখা গেলেও দিনের শেষে এসে সূচকের কিছুটা মিশ্রাবস্থা দেখা যায় । সেইসাথে কমেছে আগের দিনের চেয়ে মোট লেনেদেনের পরিমান ।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৬১ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪০টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৬৭৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৮৯ লাখ টাকা কম।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সি এসই) মোট লেনদেন হয়েছে ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিন সিএসইর সার্বিক সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪২৯ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২২৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১১৩টির, কমে ৮৫ টির ও অপরিবর্তিত অবস্থায় থাকে ২৯টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা