সূচক ও লেনদেন উভয়ই কমেছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের নিম্নমূখী প্রবনতায় শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। গত দিনের চেয়ে কমেছে মোট লেনদেনের পরিমান।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক সর্বশেষ অবস্থান করে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে, সূচক কমেছে ২৯ পয়েন্ট। আজ ডিএসইতে মোট লেনদেন হয় ৭১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মোট লেনদেন হওয়া ৩৪৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুাল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৫৫ টির, কমে ১৫১ টির আর অপরিবর্তিত থাকে ৩৯ টির দর।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২১ কোটি ৫৫ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৭৪ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৬৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুাল ফান্ডের মধ্যে দর বাড়ে ১২৫ টির, কমে ১১০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৮ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা