সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। কমেছে সূচক ও মোট লেনদেনের পরিমান। দিনশেষ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি টাকা ১৬ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগেরই দর হারিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৫৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১৬৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫ টির দর কমেছে ২৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮০১ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৮৪ টির দর বাড়ে ৩৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৬ টির দর।
আজকের বাজার/মিথিলা