সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১০ জানুয়ারি শুরুতে কিছুটা উর্ধ্বমুখী থাকলেও উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। সেই সঙ্গে কমেছে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেন কমেছে ডিএসইতে। তবে কিছুটা বেড়েছে সিএসইতে।
বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৭২ পয়েন্টে।এদিন ৪৩৯ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯ কোটি টাকা কম। এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯১০৫ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।
আজকের বাজার:এসএস/১০জানুয়ারি ২০১৮