মঙ্গলবার ৩০জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৩ কোটি ৯৩ লাখ টাকা কম।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/৩০জানুয়ারি ২০১৮