সূচক ও লেনদেন বেড়েছে আজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিনই আজ ঊধমূখী প্রবনতায় লেনদেন চলেছে। দিনশেষে ডিএসইতে গতদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমানও। লেনদেন ছাড়িয়েছে ৩৮৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির দর কমেছে ১৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩৩ কোটি ৫২ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৮৬ টির দর বাড়ে ১২৫ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৬ টির দর।

 

আজকের বাজার/মিথিলা