সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েে দেশের উভয় পুঁজিবাজারে। আজ লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের দর বেড়েছে । সেই সাথে গতদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমানও।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকার কিছুটা বেশি। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৮০ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৬১ টির, বেড়েছে ১৩১ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১১ কোটি ৩১ লাখ ৪১ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৭৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১১৩ টির,দর বাড়ে ৯৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৫২ টির দর।
আজকের বাজার/মিথিলা