সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সারাদিন উর্ধমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে উভয় পুঁজিবাজারে। দিনশেষে দর বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের। ডিএসইতে বেড়েছে মোট লেনদেনের পরিমান।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৪ লাখ টাকার কিছুটা বেশি। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪১১ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫১টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৭৪ টির, বেড়েছে ১২৪ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৪ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ৪২ কোটি ৪২ লাখ ২ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৭৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৩৪ টির দর বাড়ে ১০৮ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৫ টির দর।
আজকের বাজার/মিথিলা