সূচক কমলেও দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার নিম্নমুখী প্রবনতায় শেষ হয়েছে উভয় পুঁজিবাজারে লেনদেন।  এনিয়ে চলতি সপ্তাহের টানা ৪ দিনই বাজার নিম্নমূখী রয়েছে। তবে আগের দিনের চেয়ে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয় ৪৮৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। দিনশেষে ডিএসইতে প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ২৬৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৬৩ টির, কমে ১২৮ টির, , আর অপরিবর্তিত থাকে ৪৯ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যেদর বাড়ে ১১৬টির , কমে ৯২ টির,  আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৫ টির ।

 

 

আজকের বাজার/মিথিলা