সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিনই সূচকের পতন অব্যাহত ছিল । দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে। তবে গতদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান। দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ৪২৪ কোটি ৬৬লাখ টাকা।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩১৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির দর কমেছে ১৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪৩ কোটি ১৯ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৬ টির দর বাড়ে ৭৫ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩২ টির দর।
আজকের বাজার/মিথিলা