সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উর্ধমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনের বেশিরভাগ সময় সূচকের ঊর্ধমূখী প্রবনতা বিরাজ করলেও দিন শেষ সূচকের পতন দেখা যায়। তবে ডিএসইতে মোট লেনদেনর পরিমান গতদিনের চেয়ে বেড়েছে। আজ লেনদেন ছাড়িয়েছে ৪৩৫ কোটি ৫৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯২৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির দর কমেছে ২৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩৯ কোটি ৩০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৫০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৭২ টির দর বাড়ে ৫৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২০ টির দর।

 

আজকের বাজার/মিথিলা