সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ অক্টোবর বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ১৯২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩২৬ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৬৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮ পয়েন্টে।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার।

আজকের বাজার:এলকে/এলকে ১১ অক্টোবর ২০১৭