সূচক কমলেও বেড়েছে লেনদেন

দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৩ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

আজকের বাজার: আরআর/ ২৪ অক্টোবর ২০১৭