সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনশেষে সূচকের নিম্মমূখী প্রবনতায় লেনদেনে শেষ হলেও গত দিনের চেয়ে মোট লেনদেনের পরিমান। তবে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগের প্রতিষ্ঠানের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৪ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪২৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির দর কমেছে ১৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ২১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯২৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১২১ টির দর বাড়ে ১০৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩১ টির দর।
আজকের বাজার/মিথিলা