সূচক পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৫৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই)৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬০৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।