ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৯২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে এক কোটি ৪১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৪৯৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯০৩ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।