ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০ জুল্ই সোমবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ১ হাজার ২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১০৪ কোটি ১ লাখ টাকা বেশি। গতকাল রোববার ডিএসইতে ১ হাজার ১৬০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২২ পয়েন্টে।
অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৮১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১০ জুলাই ২০১৭